Get Mystery Box with random crypto!

আমির খানের রং দে বাসান্তি সিনেমায় একটা চরিত্র ছিল ফ্লাইট লে: আ | NewsZone

আমির খানের রং দে বাসান্তি সিনেমায় একটা চরিত্র ছিল ফ্লাইট লে: আজয় সিং রাঠোড়! ঘনবসতি লোকালয়ে যেন প্লেন বিধ্বস্থ না হয় সেটা নিশ্চিত করতে শেষ পর্যন্ত প্লেনের ভিতরে থাকার জন্য জীবন দিতে হয় তাকে!

সিনেমার গল্পটা বাস্তবে মঞ্চায়ন করলেন স্কোয়াড্রেন লিডার আসিম জাওয়াদ, সাথে ছিলেন উইং কমান্ডার সোহান হাসান খান! প্লেনে আগুন ধরলে জীবন বাজি রেখে লোকালয় থেকে দূরে নদীর উপর নিয়ে যান! শেষ মুহূর্তে প্যারাসুট দিয়ে প্লেন থেকে বের হতে পারলেও শেষ রক্ষা হয়নি জাওয়াদের! হয়তো আরও আগে বেরিয়ে যেতে পারতেন! কিন্তু বীরের মত নিজের জীবনের বিনিময়ে অনেকগুলো জীবন বাঁচিয়ে প্রমাণ করেছেন, বীরশ্রেষ্ঠ মতিউররা এখনও এদেশে জন্ম নেয়!

Quazi Sabir